ক্রেতা-পরিবেশক চুক্তিনামা ও নিয়মাবলী
হক মাল্টি শপ - ডিজিটাল এফিলিয়েট সিস্টেম
আমি নিম্ন স্বাক্ষরকারী / কারিনী এইসএমএস এর সকল প্রশাসনিক নিয়ম কানুন, ব্যবসায়িক বিধি বিধান সমুহ এবং পণ্য বিপণন পদ্ধতি ভালভাবে অবগত হওয়ার পর এত দ্বারা এইসএমএস এর স্বনির্ভর ক্রেতা-পবিবেশক হওয়ার জন্য আবেদন করছি।আমি অঙ্গীকার করছি যে, কোম্পানীর ব্যবসার স্বার্থে ভবিষ্যতে কোম্পানী কর্তৃক যে সকল বিধি সমুহ আরোপিত হবে, তার সবগুলি মেনে চলবো।
*আমি শারীরিক ও মানসিক সম্পুর্ণ সুস্থ এবং আইনগতঃ পূর্ণবয়স্ক এবং জন্মসূত্রে বা বৈধভাবে বাংলাদেশী নাগরিক যার অধিকারী সূত্রে স্বেচ্ছায় অত্র চুক্তিনামা দলিল সম্পাদনের সব ধরনের আইনসঙ্গত অধিকার রয়েছে।
*কোম্পানীর ব্যবসা সুচারুরূপে পরিচালনা করার সুবিধার্থে যে কোন ধরনের পদ্ধতি, বিধান, সূত্র এবং বিধি ঘোষণা করার শর্তহীন ক্ষমতা সংরক্ষণ করেন। কোন সন্দেহ ব্যতীত সেগুলি আমার দ্বারা অনুসৃত হবে এবং প্রশ্ন উত্থাপন ব্যতীত সব সময় মেনে চলতে বাধ্য থকবো্।
*কোম্পানী কর্তৃক প্রস্তাবিত পণ্য এবং সেবা সমুহ ক্রয়ের মাধ্যমে প্রয়োজনীয় পয়েন্ট বা পিভি সংগ্রহ করতে ইচ্ছুক এবং তদানুযায়ী অব্যাহতভাবে বিপণন কমিশন লাভের উপযুক্ততা অর্জনের উপদ্দেশ্যে আমি আমার তত্ত্বাবধানে স্বাধীনভাবে নিজস্ব ক্রেতা পরিবেশক দলকে গড়ে তুলব। আমি জানি যে, আমি অত্র কোম্পানীর অধীনে কর্মচারী বা সধারণ ক্রেতা নই বরং পরিবেশকরূপে ক্রেতা। আমার নিজস্ব পরিবেশক দলের সহায়তায় কোম্পানীর প্রস্তাবিত পণ্য এবং সেবা সমুহ পদ্ধতি অনুযায়ী বিপণন করব। আমি কখনই আমার অধীনস্ত সেলস্ টিমের ডিষ্ট্রিবিউটরদের আর্থিক প্রতারণা বা ব্যবসার ক্ষতি হয় এমন কাজে লিপ্ত হবনা কিংবা অসহযোগিতামূলক আচরন করব না।
*আমি আগাম নোটিশ প্রদানের মাধ্যমে যে কোন সময় এইচএমএস এর সংঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করতে পারব। সেক্ষেত্রে অবশ্যই আমার সাথে কোম্পানীর আর্থিক লেনদেন পারিষ্কার করার বিষয়টি আমাকে নিশ্চিত করতে হবে। এছাড়া আমি যদি কোন পেশাগত অসদাচরণ, প্ররতারণামূলক কার্য, অর্থ আত্মসাৎ, কোন প্রকার অনৈতিক কাজে লিপ্ত হই ও দোষী সাব্যস্ত হই সে ক্ষেত্রে কোম্পানী আমার কোন প্রকার আপত্তি বা শর্তছাড়া পরিবেশক ক্ষমতা বাতিল করতে পারবে।
*যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ব্যতীত এইচএমএস এর লোগো, ঠিকানা ইত্যাদি ব্যবহার করবো না, যা কোম্পানীর ব্যবসার স্বার্থের পরিপন্থি।
*কর্তৃপক্ষ প্রত্যেকবার ক্রেতা পরিবেশক হিসেবে আমার প্রাপ্ত কমিশনের ১০% সার্ভিস চার্জ কর্তন করতে পারবে।
*আমি অবগত আছি যে, বিপণন কমিশন সমুহ এবং লভ্যংশ সমুহ আমার দ্বারা অথবা অধীনস্ত বিক্রয়কর্মী দ্বারা প্রকৃতই পণ্য এবং সেবা বিপণনের মাধ্যমেই তৈরী হবে এবং প্রদান করা হবে।কেহই আমার নিকট এমণ কোন প্রতিজ্ঞা বা প্রতিশ্রুতি প্রদান করেন নাই যে, আমি বা আমার গ্রুপের পণ্য বিপণন ছাড়া কোন সুনির্দিষ্ট কমিশন বা লভ্যাংশ অর্জন করতে পারব।আমার আর্থিক সফলতা সম্পুর্ণ আমার নিজের এবং অধীনস্ত দলের বিপণন যোগ্যতার উপর নির্ভরশীল। পণ্য তালিকা অনুযায়ী প্রস্তাবিত যে পিভি রয়েছে তার উপরে প্রস্তাবিত কমিশন কেবল মাত্র প্রকৃত ও কমিশন যোগ্য অর্জনকারীদেরই দেয়া হয় এ বিষয়টি সম্পুর্ণভাবে অবগত হয়েছি।
উল্লেখিত বিধিসমুহ আমার দ্বারা সঠিকভাবে অনুসৃত হয়নি বলে কর্তৃপক্ষের নিকট প্রতীয়মান হলে পূর্ব নোটিশ বতীত কর্তৃপক্ষ আমার ডিস্টিবিউটরশীপ বাতিল করার বৈধ ক্ষমতা সংরক্ষণ করে।
আমি পূর্বের পৃষ্ঠায় বর্ণিত সকল তথ্য সত্য প্রদান করেছি এবং অত্র পৃষ্ঠার সকল শর্তাবলী পড়ে জ্ঞাত হয়েছি।কোম্পানী কর্তৃক আরোপিত সকল নিয়ম-নীতি পূর্ণাঙ্গভাবে মেনে চলার অঙ্গীকার করছি। এমতাবস্থায়, আমি নিম্ন সাক্ষীবৃন্দের উপস্থিতিতে স্বেচ্ছায় স্বজ্ঞানে অন্যের বিনা প্ররোচনায় অত্র চুক্তিনামায় স্বাক্ষর করে ব্যবসায়িক চুক্তিতে আবদ্ধ হলাম।